Thursday, August 5, 2010

রাজা-পুর শ্রী জগন্নাথ মন্দির

রাজা-পুর শ্রী জগন্নাথ মন্দির
(মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীল জগদীশ পন্ডিতের দ্বারা উদ্ধাররিত এবং পূজিত শ্রী জগন্নাথ-বলদেব-সুভাদ্রার চতুর্ধ্বা মূর্তি, কতিথ আছে যে রক্তবাহু নামক এক অসুরের ভয়ে পুরীর জগন্নাথ দেবের পান্ডারা নবদ্বীপের এই পূণ্য সীমন্ত দ্বীপের এই স্থানে গোপনে রেখে গিয়াছিলেন, পরে শ্রী চৈতন্য মহাপ্রভূর কৃপায় শ্রীল জগদীশ পন্ডিত প্রায় ৫০৫ বছ পূর্বে এই বিগ্রহ উদ্ধার করে সেবা শুরু করেন)
বর্তমান সেবা পরিচালনায়:- আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ
অতিথিশালা:- ৫ টি ঘর(সাধারন), ভাড়া ২০০ টাকা
রাজা-পুর, ব্রাহ্মন পুস্করিণী, শ্রী মায়াপুর, জেলা:নদিয়া, রাজ্য:-পশ্চিমবঙ্গ, ভারত

এই মঠের কিছু দর্শনীয় স্থানের ছবি =

http://photo-mng.blogspot.com/2010/11/raja-pur-sri-jagannath-temple.html

দূরাভাস:- +৯১৩৪৭২২৪৫৫০০

No comments:

Post a Comment